রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৯:১৯ পিএম

অনলাইন সংস্করণ

লংগদুতে বজ্রপাতে নিহত ৪, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে নারীসহ ৪ জন নিহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। শনিবার বিকালে লংগদু উপজেলার কাট্টলী বিলের ফোরেরমুখ এলাকার কাপ্তাই হ্রদে চলমান নৌকায় এবং আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যানটিলা এলাকায় একটি বসতবাড়ির ওপর পৃথক এ বজ্রপাত ঘটে। পুলিশ ও স্থানীয়রা এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, লংগদু উপজেলার মাইনীমুখবাজার হতে ১০/১২ যাত্রী নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার ভাসান্যাদম এলাকায় যাচ্ছিল। পথে ক্ট্টালী বিলের ফোরেরমুখ মীনাবাজার এলাকায় পৌঁছলে প্রচন্ড ঝড়ো-হাওয়া শুরু হলে চলন্ত ইঞ্জিনচালিত নৌকাটির ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বোট চালক আক্কাস আলী (৪৫) নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। নিহত ৩জন হলে জিয়াউল হক (৪৫), ওবায়দুল্লাহ (৩০) ও বাচ্চু মিয়া (৩০)।

অন্যদিকে পৃথক ঘটনায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেয়ারম্যানটিলা নামক এলাকায় বসতবাড়ির ওপর বজ্রপাত ঘটলে বাড়ির মালিক ইব্রাহিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৬) ঘটনাস্থলেই মারা গেছেন।

বজ্রপাতের ঘটনাটি নিশ্চিত করে লংগদু থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী জানান, লংগদুতে পৃথক বজ্রপাতে নিহত এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আক্কাস আলী নামে একজন বোট চালক এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।
 

মন্তব্য করুন