
প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে পরকীয়া প্রেমে রাজী না হওয়ায় গৃহবধূর চুল কেটে দিলেন এক যুবক।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু গ্রামে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সেই যুবককে আটক করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃত মোঃ মাসুদ রানা (২০) রায়গঞ্জ উপজেলার বাড়ইভাগ গ্রামের মোঃ বিশা আলীর ছেলে।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর থানাধীন ধীতপুর কানু গ্রামের এক গৃহবধূকে গেল ৯ জুন রাত অনুমান ৮টায় সময় রায়গঞ্জ উপজেলার বাড়ইভাগ গ্রামের মোঃ বিশা আলীর ছেলে মাসুদ রানা (২০) সেই গৃহিনীর স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় গৃহবধুর ঘরে ঢুকে জোর করে মাথার চুল কেটে দেয়।
আমরা আরো জানতে পারি, এই মাসুদ রানা ইতিপূর্বে ভুক্তভোগী গৃহবধুর ছোট বোনকে বিয়ে করেছিল কিন্তু সেই বোন মারা গেলে মাসুদ রানা পুনরায় অন্যত্র বিয়ে করলেও মৃত স্ত্রীর বড় বোনকেও সে বিয়ে করতে চায়।
সে প্রস্তাবে গৃহবধু রাজি না হওয়ার আক্রোশে চুল কেটে দেয়। ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দিলে দ্রুত আসামিকে গ্রেফতার করা হয় এবং তার কেটে দেওয়া চুল জব্দ করা হয়। আটককৃতর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন