মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ১১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

মাদারীপুরে প্রবাসীকে কুপিয়ে আহত

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হেদায়েত হোসেন (৪৩) নামে এক প্রবাসীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার ১৯ জুন রাত ৯ ঘটিকার সময় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাবেক কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হেদায়েত হোসেন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছে তাঁর বড় ভাই হেমায়েত হোসেন।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার রাতে প্রবাসী হেদায়েত হোসেন স্থানীয় তস্তার মোড় থেকে বাড়ি ফেরার পথে পাকা রাস্তার পাশে দেলোয়ার বেপারীর দোকানের পশ্চিম পাশে একই এলাকার মৃত রুব্বেল খানের ছেলে সাইয়াদুল খান (৩৬) ও আহাদুল খান (৩০), মাসুদ খানের ছেলে সাব্বির খান (২২), হায়দার আলী খানের ছেলে কামাল খান (৩০), আইয়ুম খানের ছেলে নাজমুল ইসলাম (২৫) সহ ৩/৪ জন নিজেরা নিজেরা কথাকাটির মাধ্যমে মারামারি করছে। মারামারির সামনে গিয়ে দাড়ালে হেদায়েত হোসেন কে লক্ষ্য করে মারধর করে। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত হেদায়েত হোসেন জানান, আমি বাড়ি ফেরার সময় দেলোয়ার বেপারীর দোকানের পশ্চিম পাশে এলাকার ৪/৫টি ছেলে নিজেরা নিজেরা গাঞ্জাম করছে। আমি ছাড়াতে গেলে আমাকে আহাদুল ছেনদা দিয়ে মাথায় কোপ মারে এবং সাব্বির লাইট দিয়ে বারি মারে। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আমার মাথায় ১২টি সেলাই লেগেছে এবং শরীরে চরম ব্যথা রয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আহত হেদায়েত হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার বলেন, তার কোন দোষ নাই। বিনা কারণে আমার স্বামীকে কুপিয়ে জখম করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ারা বেগম বলেন, আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি এলাকায় মারামারি হয়েছে। হেদায়েত কাকাকে মারধর করেছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সুষ্ঠ বিচার হওয়া উচিত।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই ধরণের একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন