
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোঃ আলাউদ্দিন (৭২) নামের এক পথচারী নিহত হয়েছে।
রবিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে এদূর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান একটি মোটরসাইকেলের সাথে প্রথমে পথচারীর ধাক্কা লাগে। পরে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সেই পথচারীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পথচারী আলাউদ্দিন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। মনসুর আলী মেডিকেল কলেজের সামনে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী নিহত হয়। এখনো নিহত আলাউদ্দিনের সম্পূর্ণ ঠিকানা পাওয়া যায় নি। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন