
প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে ৪০ বছর বয়সী ছকিনা বেগম নামে এক নারী একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৩ নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
ছকিনা বেগম রাজবাড়ী কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের মোঃ বিল্লাল খান এর স্ত্রী ।
পরিবারের সদস্যরা জানান গত সোমবার (২৪ জুন) রাত দশটার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাতে এগারোটার দিকে সিজারিয়ান ছাড়াই তার তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানদের মধ্যে তিনজনই ছেলে।
তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হয়েছে আমার খুব ভালো লাগতেছে এবং আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।
ডাঃ মোঃ খন্দকার আবু জালাল বলেন, তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি এবং মা ও তিন সন্তান সুস্থ আছে।
মন্তব্য করুন