
প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের কান্তনগর গ্রামের মোঃ শাজাহান মোল্লা নামে এক ছেলেকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত ২২ জুন দিবাগত রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। আহত জেলের স্ত্রী বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আহত জেলের স্ত্রী শাহানা বেগম উল্লেখ করেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে প্রতিদিনের ন্যায় ঐদিন মাছ কেনার জন্য ৪২ হাজার ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে কান্তনগর কাটাজোলা পদ্মা নদীর ঘাটে যাবার পথে তাকে আটকে লোহার চাপাতী, হাতুরী, ছ্যানদা, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযুক্তরা হলেন, ইউনিয়নের কান্তনগর গ্রামের মোঃ সুরমান খাঁ এর ছেলে মোঃ জুলহাস খাঁ (৩২), মোঃ মিরাজ খাঁ (২৮), মোঃ সোনামদ্দিন শেখের ছেলে মোঃ সুজন (২৬) ও মৃত বুদে প্রামানিক এর মোঃ এনায়েত প্রামানিক সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন।
এ বিষয়ে অভিযুক্ত এনায়েত প্রামানিকের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না মারপিটের কথা আমি শুনেছি তবে টাকার বিষয়ে জানিনা। আর যে বিষয়ে মারপিট করা হয়েছে আমি যতদূর জানি শাজাহান মোল্লা সহ বেশ কয়েকজন নেশা করছিলেন এমন সময় কিছু স্থানীয় ছেলে তাকে মারপিট করে।
ঘটনার বিষয়ে জানতে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানকে মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান বলেন, আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি, যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন