স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও ব্রাকের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি (সেল্ধসঢ়;প) এর সহযোগীতায় ওই সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মনিরুজ্জামান। সভায় স্বরূপকাঠি উপজেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে ব্রাক কর্তৃক বিভিন্ন এলাকায় চলমান নানা ধরনের কর্মকান্ডের উপরে বর্ননা দিয়ে বক্তব্য রাখেন ব্রাকের পিরোজপুরের ডেপুটি ম্যানেজার হারুন-অর-রশীদ।

এসময় বাল্যবিবাহ নিরোধকল্পে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন খলিফা, সাংবাদিক হযরত আলী হিরু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. আ জ ম অহিদুল আলম, বিবাহ রেজিষ্টার ও ইমাম মাও. ক্বারী মোঃ বেলায়েত হোসেন, ব্রাকের পিরোজপুর জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ও নেছারাবাদ থানার এস আই মোঃ তৌফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন