
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে জালনোট প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গক সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এর যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এর সহকারি পরিচালক ফারহানা ইয়াছমিন, সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার প্রিন্সিপাল অফিস এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সুজিত কুমার রায়, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এর সহকারি পরিচালক মো. মোশাহিদুল ইসলাম।
জালনোট প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপে জালনোট নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রীমঙ্গলের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকসহ নানা শ্রেনীপেশার নেতৃবৃন্দ। #
ব্যাংকের কর্মকর্তারা জাল নোট ও আসল নোটের পার্থক্য কিভাবে চিহ্নিত করা হয় তা তুলে ধরেন এবং জাল নোট প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন