চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৬:০৫ পিএম

অনলাইন সংস্করণ

রাসেলস ভাইপার মেরে ঘোরানো হলো গ্রাম

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপ পিটিয়ে মেরে গ্রাম ঘুরিয়েছে কৃষকরা। বুধবার দুপুর ১২ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কৃষকরা মাঠে কাজ করার সময় এই সাপটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে মেরে ফেলে। সাপ মারার খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মরা সাপটি দেখতে ভিড় করছে। এসময় মরা সাপ নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখানো হয়। পরে মরা সাপটি মাটিতে পুঁতে ফেলা হয়।

স্নেক রেস্কিউ টীম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি মৃত সাপটির ছবি দেখে এটা চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ বলে সনাক্ত করেন। সাপটির আনুমানিক বয়স ৩-৪ বছর হতে পারে। 

সিদ্দিকুর রহমান রাব্বি বলেন, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। এটা আমাদের দেশীয় সাপ। অনেক আগে থেকেই এই সাপ এদেশে আছে। এরা সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে।

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর সাথে সাথে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেয়ে চিকিৎসা নিতে হবে। হাসপাতালগুলোতে যে অ্যান্টিভেনম আছে সেটা রাসেল ভাইপারসহ সব ধরনের সাপের বিষের প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে যাওয়ার চেষ্টা করতে হবে। কামড়ানো সাপটি ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। উপসর্গ দেখেই চিকিৎসক বুঝতে পারে কোন ধরনের সাপে কামড়িয়েছে। সাপ নিয়ে বর্তমানে অনেক গুজব ছড়ানো হচ্ছে এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করা হলো।

মন্তব্য করুন