
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নোয়াখালীতে ছিন্নমূল অসহায় ৫ শতাধিকন মানুষের জন্য মেজবানের আয়োজন করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ দুপুরে চৌমুহনী রেলওয়ে স্টেশনে অসহায়দের মাঝে এই খাবারের আয়োজন করা হয়।
ছিন্নমূল অসহায় যারা কোরবানি দিতে পারেনি তাদের জন্য এই মেজবানের আয়োজন করে প্রশংসা কুড়িয়ে নিয়েছে এই সংগঠনটি।
স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান জানান, গেল তিন বছর ধরে এই আয়োজন করে আসছেন আগামী বছরগুলো তে একই ভাবে ভাসমান অসহায়দের মাঝে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স পাশে থাকবে।
মন্তব্য করুন