
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সঠিক ও সচ্ছতার সাথে পালনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক। আর সভাপতিত্ব করেন ফসিহ উদ্দীন মাহতাব।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ের আগে গত পাঁচ বছর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আপনাদের পাশে পেয়েছি। গুরুত্বপূর্ণ নানা সময়ে আপনাদের সহযোগিতা চেয়েছি, পেয়েছিও। অনুরূপভাবে নতুন সরকারে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএসআরএফ এর এই 'ফল উৎসব' শুধু উৎসবই নয়, এমন উদ্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে দূরত্ব কমিয়ে আন্তরিক সম্পর্ক সৃষ্টি করবে।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব বক্তব্য রাখেন।
পরে বিএসআরএফ ফল উৎসব শুরু হয়। উৎসবে সংগঠনের শতাধিক সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরা পারসনরা অংশ নেন।
মন্তব্য করুন