
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।
নিহত দুই শিশুর চাচা তানজিল আহমেদ তানহা জানান, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে আদরের দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন