মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৪:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

রাস্তা একদিকে নির্মাণ চলছে, আর একদিকে বৃষ্টিতে ভাঙছে

ছবি: রূপালী বাংলাদেশ

৬শ’ ৪৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক একদিকে নির্মান হচ্ছে অন্যদিকে বৃষ্টিতে ভেঙ্গে যাচ্ছে। এ সড়কটি নিমার্ণের শুরু থেকেই নিম্নমানের বালু, খোয়া অন্যান্য উপকরণসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন স্থানীয়রা। সড়ক বিভাগের কর্মকর্তারাও বলছেন রাস্তা পরিদর্শন করে অনিয়ম পাওয়া গিয়েছে। ঠিকাদারের লোকজনকে বলা হয়েছে রাস্তা ঠিক করে করার জন্য।

গত দুদিনের মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভেঙে গেছে নির্মাণাধীন সড়কের ২০-২৫ টি স্থান । রাস্তার দুই সাইড ভেঙ্গে পাশের জমিতে চলে গেছে। ফাটল দেখা দিয়েছে সড়কের বিভিন্ন স্থানে। সামান্য বৃষ্টিতেই কোনো কোনো স্থানে কার্পেটিং উঠে গেছে। কাজে নিম্নমানের ইট, খোয়া, পাথর, বালি ব্যবহারের কারণে সড়কের কোথাও কোথাও উঁচু নিচু হয়ে দেবে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কের দুই পাশে কমপক্ষে তিন ফুট মাটি থাকার কথা থাকলেও এ নিয়ম মানা হয়নি। গাংনী বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে ও চেংগাড়া বাজারের কাছের দুটি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করা হয়নি। শত বছরের এসব কালভার্টে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও কোথাও রয়েছে শরু কালভাট। রাস্তা সম্প্রসারণ করা হয়েছে, কালভার্টগুলো আগের মতই সরু রয়েছে। ফলে যে কোন সময় ঘটতে পারে ছোট-বড় দুর্ঘটনা বলে মনে করেন এলাকাবাসি ও পথচারীরা। কর্তৃপক্ষের ঠিকাদারের কাজের মান যাচাই করাও দাবি জানান তারা।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট ঠিকাদার ও উদ্ধতন কর্তৃপক্ষকে নিয়ে রাস্তা পরিদর্শনে গিয়েছিলাম। কয়েক জায়গায় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো ঠিকাদার মেরামত করে দেবে। কাজ এখনও চলামান। কাজ শেষের পরে কোন অভিযোগ আসলে আসতে পারে।

 

মন্তব্য করুন