
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু। দেশের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাওয়া যাবে সেখান থেকে তা নেওয়া হবে।
আজ শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে ৭৫ পরবর্তী সরকাররা কিছুই অর্জন করতে পারেনি। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে সমুদ্রসীমা জয় করতে পেরেছে সরকার। শান্তিপূর্ণভাবে ছিট মহল সমস্যার সমাধান ও গঙ্গার পানি চুক্তি হয়েছে।’
কাদের বলেন, ‘সম্পর্ক ভালো থাকলে সব সমস্যার সমাধান হয়। ২৫ বছরের মৈত্রী চুক্তির কারণে নানা সমস্যার সমাধান হয়েছে। ভারত থেকে খালি হাতে এবারও ফেরেনি সরকার।’
খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাঁর মুক্তির জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চায়। অথচ আইনি ও রাজনৈতিক লড়াইয়ে তাঁকে মুক্ত করতে পারেননি। এখন তাঁকে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ইস্যু খুঁজছে।
মন্তব্য করুন