মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় সন্ত্রাসীর গুলিতে পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সুমন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। 

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব গণমাধ্যমকে জানান, সকাল থেকে পাঁচগাঁও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তর জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, গতকাল শনিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ৮ নম্বর শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবা‌রের নির্বাচিত চেয়ারম‌্যান শেখ র‌বিউল ইসলাম র‌বি (৪৫)।

মন্তব্য করুন