ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪, ০৬:২২ পিএম

অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল রবিবার বিশ^বিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জ মুখবন্ধে সকাল ১১ থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষক সমিতির উদ্যোগে কর্মবিরতি কালে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সাধারন সম্পাদক ড. মো.শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডী ন ড.উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড.রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডীন ড.তপন কুমার সরকার প্রমুখ।

বক্তরা বলেন আমাদের তিনটি দাবি না মানলে ক্লাস, পরীক্ষা, ও দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ থাকবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো.শফিকুল ইসলাম বলেন প্রত্যয় স্কিম চালু হলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানে ব্যাপক পতন ঘটবে। কার্যত এর শিকার হবে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, যারা বিদেশে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেনা।

আমাদের আন্দোলন হলো ভবিষ্যত প্রজন্মের জন্য। সরকারের উচিত হবে শিক্ষকদের দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরানোর উদ্যোগ নেওয়া।

মন্তব্য করুন