অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০২:৫০ এ এম

অনলাইন সংস্করণ

দুবাইয়ে গাড়ি বিস্ফোরণ, দোহার-নবাবগঞ্জের ৫ প্রবাসী নিহত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গাড়ি বিস্ফোরিত হয়ে নিহত ৫ জন বাংলাদেশি। নিহতদের সবাই ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা দুবাইয়ের আজমান প্রদেশে থাকতো।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মো. রানা, মো. রাশেদ, মো. রাজু, ইবাদুল ইসলাম ও মো. হিরা মিয়া বলে জানা গেছে।

এর মধ্যে হিরা মিয়ার বাড়ি দোহার বাজার এলাকায়। বাকি চারজনের বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে। তারা পাঁচজনই এক জায়গায় কাজ করতেন। রোববার সকালে তারা একই গাড়িতে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ জানান, সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশে বের হয়ে ওই পাঁচজন দুবাই শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন।পথিমধ্যে তাদের গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দেশে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।

দুবাই প্রবাসী পাশের বাড়ির লিটন হোসেন ছুটিতে এসেছিলেন। তিনি বলেন, তারা একই জায়গায় থাকতেন। এ খবর শুনে তিনি খুবই মর্মাহত।

মন্তব্য করুন