
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের বাসাইলে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ ইউনিয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া। বাথুলীসাদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাঞ্চন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনির কর্মকর্তা মো. সোনা মিয়া, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সেলর মো. কাব্য মাহমুদ, প্রোগ্রাম অর্গানাইজার শামীম হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, বিদেশ ফেরত ও প্রবাসী পরিবারের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের লোকজন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন