
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ ফার্মেসির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২:০০ টায় সহকারী কমিশনার (ভূমি) মোছা. আতিয়া খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, ওষুধ প্রশাসনের প্রসিডিউশনে ও সহকারী কমিশনার ভুমি'র নেতৃত্বে চারমাথা মোড় এলাকার তিনটি ফার্মেসিতে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়।
অভিযানে বদলগাছী চারমাথা মোড়ে গ্রীন ফার্মেসিকে ৫ হাজার টাকা, ফারুক মেডিক্যাল স্টোর ২ হাজার টাকা ও সোহান মেডিক্যাল স্টোর কে ২ হাজার টাকাসহ মোট ০৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নওগাঁ জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ পরিদর্শক তোফায়ের আহম্মেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন