জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ১২:২৮ এ এম

অনলাইন সংস্করণ

জামিনে মুক্তি পেলেন উপজেলা চেয়ারম্যান রিমু

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক আসামি রায়হান রহমতুল্লাহ রিমুর অস্থায়ী জামিন মঞ্জুর করেন। পরে ওই দিন বিকালে জামালপুর জেলা কারাগার থেকে মুক্ত হন চেয়ারম্যান রিমু।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুস সালাম জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহার নামীয় আসামি ছিল বর্তমান মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব-,নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর ছোট ভাই। রায়হান রহমতুল্লাহ রিমুর নাম তখন মামলার এজাহারে ছিলো না। এরপর পুলিশ তদন্ত করে এজাহার নামীয় আসামির বিরুদ্ধে  চার্জশীট দেয়। পরে বাদি পক্ষের নারাজীর প্রেক্ষিতে মামলাটি  পরবর্তী তদন্ত করে  পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর। পিবিআই তার তদন্ত শেষে এজাহার নামীয় ওই আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। পরবর্তীতে বাদিপক্ষ আবার নারাজী দেয় এবং তার প্রেক্ষিতে আদালত  অতিরিক্ত পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) কে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

এই তদন্ত রিপোর্টে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আগমুহুর্তে রায়হান রহমতুল্লাহ রিমু কে অন্তর্ভুক্ত করা হয়। এরপর রিমু চলতি বছরের মে মাসের ২০ তারিখে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করেন ও উচ্চ আদালত তাকে ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন এবং মেয়াদান্তে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করতে বলেন। সে মোতাবেক গত ১ জুলাই নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রায়হান রহমতুল্লাহ রিমুকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

পরের দিন ২ জুলাই  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন। এরপর জেলা ও দায়রা জজ আদালতে রিমুর জামিনের জন্য আবেদন করা হলে  ৯ জুলাই আবেদনটির শুনানির দিন ধার্য করা হয়।  পরে ৯ জুলাই মঙ্গলবার আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ লাখ টাকা সিউরিটিতে আসামি রায়হান রহমতুল্লাহ রিমুর অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু'র জামিনের খবর ছড়িয়ে পড়লে জামালপুর জেলা কারাগারের সামনে তার হাজার হাজার কর্মী সমর্থকরা ভীড় করে। এসময় চেয়ারম্যান রিমুকে ফুলেল শুভেচছা জানান তারা।

মন্তব্য করুন