মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ১২:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট কলেজ মাঠে ফুটবল খেলার সময় সিয়াম (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের মোকছেদুল হক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজছাত্র সিয়াম প্রতিদিনের ন্যায় সহপাঠীদের সাথে স্থানীয় শুকুরেরহাট স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল খেলার প্র্যাকটিস করছিলেন। এ সময় বৃষ্টি পড়তে শুরু হলে সবাই খেলা বাদ দিয়ে মাঠের এক কোণে একটি টিনশেড ঘরের নিচে আশ্রয় নেন।

কিছুক্ষণপর বৃষ্টি একটু কমলে সিয়াম উঠে বল নিয়ে মাঠের দিকে এগিয়ে গেলে বজ্রপাতের শিকার হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে সিয়ামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য করুন