কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

কলাপাড়ায় বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা, বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্টকে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ৭ মুদি দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুরে কলাপাড়া চৌরাস্তা ও পৌর শহরের  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া। এসময় ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্তব্য করুন