
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থী রায়হানের (১৬) লাশ পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার নিশ্চিন্তপুরে শাহপাড়া এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে সহায়তা করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনি, জনপ্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করে রংপুর বিভাগের ডুবরি দলকে খবর দেয়৷ ডুবরি দল এসে নিহতের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করেন রংপুর থেকে আসা ডুবরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় দুই ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা করে চারজন ডুবরি। এরই মধ্যে খবর আসে ঘটনা স্থল হতে দুই কিলোমিটার দূরে ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠেছে। পরে শাহাপাড়া নদীর ঘাটের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার (৮ জুলাই) দুপুরে ৫ বন্ধু মিলে নদীতে গোসলে নামে রায়হান। সে নিখোঁজ হওয়ার একদিন অতিবাহিত হলেও তার পরিবারকে খবর দেননি বন্ধুরা। পরে জানতে পেরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
মন্তব্য করুন