
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
র্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে এক নারীসহ দুই জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিয়া আক্তার (৩৪) ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ত্রাসী কার্যক্রমের জন্য কয়েকজন সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেটি তারা গতিরোধ করে। পরে মোটর সাইকেলে থাকা নারী মনজিয়া আক্তার ও আনোয়ার হোসেনের দেহে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী তৈরী ওয়ান শুটারগান। পরে উক্ত ওয়ানশুটার গানসহ তাদের আটক করা হয়।
কলারোযা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলোরোযা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন