
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৩:৩২ এ এম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতঘর তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১০ জুলাই) রাত ১-২ ঘটিকায় জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইউসুফ আলী (৬০)। তিনি বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকার পশ্চিম পাড়া হাটখোলা বাড়ীর মৃত মুসকত আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো: ইউসুফ আলীর টিনের বসতঘর তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় আরও দুই জন আসামী পালিয়ে যায়।
পলাতক আসামীরা হলেন, একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মোঃ নুর ইসলাম (৪৫) এবং উপজেলার হরষপুর এলাকার হাজীপুর পশ্চিম পাড়ার মৃত মারফত আলী খাঁর ছেলে মোঃ লুকমান খাঁ (৪৭)। আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন