রূপালী বিশ্ব

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৫:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

প্যান্টের পকেটে নিয়ে যাচ্ছিলেন ১০০ জীবন্ত সাপ

১০০-র বেশি জীবন্ত সাপ চীনে পাচার করার সময় ধরা পড়েছেন। ছবি: শেনজেন কাস্টমস

হংকং এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যেই রয়েছে চেকপয়েন্ট ফুতিয়ান বন্দর। এর মধ্য দিয়ে ভ্রমণের সময় এক ব্যক্তিকে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা আটক করেন। ঐ ব্যক্তিকে চেকিং এর সময় কাস্টমস অফিসাররা তার প্যান্টের পকেটে টেপ দিয়ে সিল করা ছয়টি ক্যানভাস ড্রস্ট্রিং ব্যাগ দেখতে পান।

অফিসাররা ব্যাগগুলো খুলে দেখেন, প্রতিটি ব্যাগে বিভিন্ন আকার ও রং-এর জীবন্ত সাপ রয়েছে। পরে গুনে দেখা যায়, মোট ১০৪টি সাপ রয়েছে।

দেশটির কাস্টমস (শুল্ক) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

একটি বিবৃতিতে চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, হংকং এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যকার চেকপয়েন্ট ফুতিয়ান বন্দরের মধ্য দিয়ে ভ্রমণের সময় ঐ ব্যক্তিকে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা আটক করেন।

ঐ ব্যক্তিকে চেকিং এর সময় কাস্টমস অফিসাররা তার প্যান্টের পকেটে টেপ দিয়ে সিল করা ছয়টি ক্যানভাস ড্রস্ট্রিং ব্যাগ দেখতে পান।

বিবৃতিতে বলা হয়, "অফিসাররা ব্যাগগুলো খুলে দেখেন, প্রতিটি ব্যাগে বিভিন্ন আকার ও রং-এর জীবন্ত সাপ রয়েছে। পরে গুনে দেখা যায়, মোট ১০৪টি সাপ রয়েছে।" কাস্টমস অফিসাররা মোট পাঁচ প্রজাতির সাপ শনাক্ত করেছেন: মিল্ক স্নেক, ওয়েস্টার্ন হগনোজ স্নেক, কর্ন স্নেক, টেক্সাসের র‍্যাট স্নেক এবং বুলস্নেক। এর মধ্যে চারটি প্রজাতি চীনের স্থানীয় নয় এবং কোনটিই বিষাক্ত নয়।

ঘটনাটি 'কয়েক দিন আগে' ঘটেছে বলে বিবৃতিতে বলা হলেও সঠিক তারিখ নির্দিষ্ট করা হয়নি।

কাস্টমস অফিসাররা ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কি না তা জানা যায়নি। তবে কাস্টমস এজেন্সি সতর্ক করে বলেছে, 'যদি প্রবিধান লঙ্ঘন হয় তাহলে কাস্টমস আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।'

গত জুন মাসে অন্য একজন ব্যক্তিকে ম্যাকাও থেকে চীনের মূল ভূখণ্ডে বিপন্ন প্রজাতির ৪৫৪টি কচ্ছপ পাচার করার সময় গ্রেপ্তার করেছিলেন।

মন্তব্য করুন