নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

ক‌পোতাক্ষ ন‌দের পাড় থে‌কে যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে তালা উপজেলার পাট‌কেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, মৃতদেহের পাশ থেকে দুটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়‌নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন