
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্টে ২ জনকে ১ মাসের জেল প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিল থেকে ৪৫ টি রিং জাল যার দৈর্ঘ্য ১৮০০ মিটার এবং আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৩২ টি কারেন্ট জাল যার দৈর্ঘ্য ৩২০০ মিটার, আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা জব্দ করা হয়। দুইটা কোনা বের জাল ১০০০ মিটার আটক করা হয়। যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা। জব্দকৃত জাল বিলের পাড়ে থানা পুলিশের সহযোগীতায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ১০ টি অস্থায়ী পাটি বাধ যার দৈর্ঘ ২০০০ মিটার অপসারণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।
অমিত পন্ডিত জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি কাজে বাধা দান করায় দণ্ডবিধি ১৮৬ ধারা অনুযায়ী ২ জনকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। গ্রেফতারকৃত ২ জন হলেন, উপজেলার দিগদাইড় গ্রামের আবু বক্করের ছেলে আবু রায়হান (২০) এবং একই গ্রামের রতন মিয়ার ছেলে মো.লাদেন (১৯)।
অমিত পন্ডিত আরও জানান, মৎস্য সয়রক্ষণে এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন