জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ০৮:৫১ পিএম

অনলাইন সংস্করণ

জামালপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সদর উপজেলায় গাড়িচালক মো. আরিফ (২৮) হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, নারায়ণগঞ্জের ১৫ নংওয়ার্ডের বাসিন্দা মো. নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে মো. সাব্বির হোসেন, একই এলাকার নূর হোসেনের ছেলে সবুজ হোসেন এবং বাদশা মিয়ার ছেলে মো. রবিন। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুলতান মাহমুদ এই আদেশ দেন। রায় প্রদানকালে প্রত্যেক আসামি আদালতেই উপস্থিত ছিলো। 

মামলা সূত্র জানায়, ২০২১ সালের ২৮ আগষ্ট রাতে  গাড়িচালক আরিফ মোটরসাইকেলযোগে সদর উপজেলার নান্দিনা বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার হামিদপুর মোর্শেদ মোল্লার বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে তাকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। এরপর এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। গ্রেফতারের পর থেকেই আসামিগণ হাজতে থাকায় গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদেরকে জামিন না দিয়ে ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য নির্দেশ প্রদান করেন। হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুলতান মাহমুদ অভিযোগ গঠন করে ৩৩ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আবুল কাশেম (তাঁরা) এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন