টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ১১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

কালিহাতী উপজেলা পরিদর্শন ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। 

১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় এবং  কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর বাস্তবায়নে ৪৬নং সাতুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনারের শুভ উদ্বোধন, বল্লা এলাকায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহায়তা সামগ্রী বিতরণ, টিআর কাবিখা কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন