
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ
শেরপুরের সদর উপজেলার কামারের চর ইউনিয়নে খালে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারের চর ইউনিয়নের সাহাব্দীর চর বাধের নিচে বহ্মপুত্রের খালে এ ঘটনা ঘটে। দুই সহপাঠী বন্ধু বন্যার পানিতে গোছল করতে নেমেছিলো। মৃত দুই শিশু হলো সুমন মিয়া (১৩) ও সুজন মিয়া (১৩)।
মহির উদ্দিনের ছেলে সুমন মিয়া এবং আমজাদ হোসেনের ছেলে সুজন মিয়া । তারা দু'জনই ডুবারচর দক্ষিণ বাইনপাড়া গ্রামের বাসিন্দা। নিহত সুমন মিয়া ও সুজন মিয়া কামারের চর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কামারের চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আজ স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে নিহত সুমন ও সুজন সহ বন্ধুরা মিলে ফুটবল নিয়ে সাহাব্দীর চর বাধের নিচে বহ্মপুত্রের খালে বেলা আনুমানিক ১.৩০ টার দিকে বন্যার পানিতে গোছল করতে যায়।
একপর্যায়ে ফুটবল খালের কিছুটা ভিতরে গেলে প্রথমে সুমন মিয়া আনতে যায়। কিন্তু পানির স্রোতে সুমন নিচে তলিয়ে গেলে তাকে বাঁচাতে সুজন সাঁতরে গেলে সেও স্রোতে তীব্রতায় তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকেল আনুমানিক ৬ টার দিকে তাদের মরদেহ উদ্বার করে। ডুবে যাওয়া স্থান থেকে ১৫/২০ ফুট দূরে পানির নিচ থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে একই বাড়ির দুই সহপাঠী বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, খালের পানিতে ডুবে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন