শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৬:২৪ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরে কিশোর তামিমকে ধর্ষণের পর হত্যা, আসামী আটক

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরের দক্ষিন আমইন এলাকায় স্কুলছাত্র তামিম হত্যার ঘটনায় ডিবি ও থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জুলাই শুক্রবার ভোর রাতে হত্যার আসামী এমদাদুল হক (২২) কে আটক করেছে ।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন আমইন গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে এমদাদুল হক একই গ্রামের জনৈক মান্নানের পুকুর গরুর খামার দেখাশোনা করে। গত ১০ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে নিহত তামিম ওই পুকুরপাড় থেকে কিছু মাছের খাবার নেয়। বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে তাকে ধর্ষণের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তাকে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। সেই ভয়ে তামিম তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়। পরে পাড়ের একটি ঘরে শিশুটিকে ধর্ষন করলে তার মলদ্বার ফেটে গিয়ে রক্ত বের হয়। তখন তামিম চিৎকার করলে ধর্ষক তার গলা চিপে ধরে। এতেও তামিম চিৎকার না থামালে গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। পরে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে ওই পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের হলে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে দক্ষিন আমইন এলাকার ওই পুকুরপাড় থেকে এমদাদুলকে আটক করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, আটকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন