ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৭:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদগঞ্জের হরিনা গ্রাম থেকে বাড়ির পাশের বাগানের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাহফুজ আলম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মাহফুজ আলম ওই গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিনের ছোট ছেলে। বৃহস্পতিবার ১১ জুলাই রাতে মরদেহটি উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। 

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, মাহফুজ আলম তার ভাইয়ের সাথে চাঁদপুর সদর উপজেলায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের বাগানের আম গাছে ঝুলন্ত অবস্থায় মাহফুজ আলমের মরদেহ স্থানীয়রা দেখতে পায়, পরে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মাহফুজ আলম নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন