
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
আশাশুনিতে বাস চাপায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় দিকে আশাশুনি উপজেলা সদরের আমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আমতলা মোড়ে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরা গামি (খুলনা মেট্রো জ ০৫-০০৩৪) যাত্রীবাহী বাসের চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে আটক করে। এসময় উত্তেজিত জনতা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে বাসটির ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে গেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন