খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৮:০৬ পিএম

অনলাইন সংস্করণ

দাফনের সাড়ে চার মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

ছবি: রূপালী বাংলাদেশ

দাফনের সাড়ে ৪ মাস পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মাহামুদা আক্তার মিলির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে খুলনা মহানগরীর রায়েরমহল হামিদ নগর বাঙাল বাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গৃহবধূ মিলির লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবু নাসের আল-আমিন, মামলার বাদী সেলিনা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর স্বামী ও মামলার আসামী তারেক বিশ্বাস।

মন্তব্য করুন