ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৮:২২ পিএম

অনলাইন সংস্করণ

ফরিদপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ‌ কমিটির সভা ‌অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ‌ সকালে জেলা প্রশাসক ‌ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ‌ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী। ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর সদর ‌ উপজেলা পরিষদের চেয়ারম্যান ‌ শামসুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস,  সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ রমা সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ‌ আবুল ফয়েজ, শওকত আলী জাহিদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা। এ সময় ফরিদপুরের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান বৃন্দ ‌ উপজেলা নির্বাহী অফিসার ‌ এবং বিভিন্ন সরকারি বেসরকারি ‌ প্রতিষ্ঠানের ‌ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আয়োজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধির সক্রিয় হওয়া, প্রয়োজনে চালকদের নিয়মিত ডোপ টেস্ট করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা, দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা,জঙ্গিবাদ ও  মাদক ভয়াবহতা ও এর প্রতিকার সম্পর্কে ‌ আলোচনা করা হয়।

মন্তব্য করুন