
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
পাবনা ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে মারুফ হোসেন (১৪) নামের এক হাইস্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার( ১৪ জুলাই) দুপুরে সে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শনিবার (১৩ জুলাই) গভীর রাতে সে
বিষপান করে। বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার অব্দার করে তা না পেয়ে সে আত্নহত্যা করে। ঢালারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বর মিন্টু চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন। মারুফ গোয়ালনগর গ্রামের আতিকুল ব্যপারির ছেলে এবং ঢালারচর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, মারুফ সম্প্রতি বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার আব্দার করে। কিন্তু বাবা-মা এতে রাজি হননি। এ নিয়ে সে মান অভিমান করতে থাকে। এরই মধ্যে শনিবার গভীর রাতে সে সবার অগোচরে বিষপান করে। ওই শিক্ষার্থীর চাচা ও ঢালারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম জানান, তার ভাতিজার চিৎকার শুনে পরিবারের লোকজন টের পান। এরপর তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে রোববার দুুপুরে মারা যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ রোববার সন্ধ্যায় জানান, তিনিও জানতে পেরেছেন মোটর সাইকেল না পাওয়ায় ওই কিশোর বিষপানে আত্নহত্যা করেছে। তিনি জানান, ময়না তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। লাশ এখনও এলাকায় পৌছেনি। আইনগত ব্যবস্থা
গ্রহণের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন