
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ০১:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে মহাসড়কে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। প্রায় আধ ঘন্টা পরে রাত সোয়া ১টায় অবস্থান ছাড়েন এবং হলের দিকে ফিরে যায়।
এর আগে দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে জড়ো হয়। পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেয়। এ সময় প্রধান ফটকটির তালাবদ্ধ থাকলে সেটি ভেঙে বাইরে আসে আন্দোলনেকারীরা। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে সরে যায় তাঁরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' ইত্যাদি স্লোগান দেন। এ সময় তাদের হাতে স্টিলের প্লেট, খুন্তি, পাতিল ইত্যাদি বাজিয়ে নানারকম শব্দ করতে দেখা যায়।
এদিকে পশ্চিমপাড়া মেয়েদের হলের সামনে দিয়ে ক্যাম্পাসের সড়কগুলো প্রদক্ষিণ করতে থাকে। এরপর প্রায় ৫ শতাধিক মেয়েরা বিভিন্ন হল থেকে বের হয়ে মিছিল নিয়ে জোহা চত্বরের দিকে হাঁটতে থাকে। এবং সোয়া ১২টা থেকে প্রায় এক ঘন্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, 'রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের 'রাজাকার' বলে সম্বোধন করেছেন। এর প্রতিবাদে আমরা মধ্যেরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছি। যে এই কথা বলেছেন, তাঁকে জনোসম্মুখে ক্ষমা চাইতে হবে।'
মন্তব্য করুন