শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ০৭:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ছবি: রূপালী বাংলাদেশ

শরীয়তপুর সদর উপজেলার তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১৫ জুলাই) ডোমসার জগৎ চন্দ্র ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজ মাঠে ও ডোমসার বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রায় ৩ শতদিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলেই রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহীন মাহমুদ বলেন, ‘২০২০ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন মানবিক কাজ করছি। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এটা ডোমসার ইউনিয়নে প্রথমবারের মতো করছি। আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছি, ভবিষ্যতে আমাদের আরো বড় পরিসরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সংগঠনের শরীয়তপুর জেলা সভাপতি ইমাম হোসেন ইমাম বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলার উপদেষ্টা রুবিয়া আক্তার ও জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্য স্বেচ্ছাসেবকরা।

মন্তব্য করুন