কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ০৭:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

কলাপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

উল্টো রথ টানার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সোমবার দুপুরে জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিংগড়িয়া হয়ে একই স্থানে শেষ হয়। শোভযাত্রায় সব বয়সী নারী পুরুষরা অংশগ্রহন করে। এসময় ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়।

কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন এবং মাসির বাড়ি থেকে আপন আলয়ে ফেরত আসেন। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন।

মন্তব্য করুন