
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বরগুনা জেলার তালতলী উপজেলায় ৩২ লিটার অবৈধ চোলাই মদ সহ ১ জনকে আটক করেছে তালতলী থানা পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম জাহাঙ্গীর হাওলাদার (৪৮)। সে তালতলীর পাওয়াপাড়া এলাকার মৃত আরশেদ হাওলাদারের ছেলে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকাল ৫টার সময় জাহাঙ্গীর হাওলাদার নামের এক মাদক কারবারি অবৈধ দেশীয় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল। এসময় তালতলী থানা পুলিশের একটি টিম সন্দেহ ভাজন হিসেবে জাহাঙ্গীরকে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা চোলাই মদ সহ হাতেনাতে আটক করে। মাদক কারবারী জাহাঙ্গীরের বিরুদ্ধে তালতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন