
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
পাবনার সাঁথিয়ায় থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আন্ত:জেলা ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনা জেলা গোয়েন্দা পুলিশ ও সাঁথিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং- এ পুলিশ সুপার আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- শাকিল হোসেন ওরফে যদু (২৩), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, সাং-গোপীনাথপুর, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা, মোঃ সিয়াম হোসেন (১৯), পিতাঃ মোঃ আবু মুসা, সাং-কাজীপুর, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা, মোঃ আরিফ প্রামানিক (২৮), পিতাঃ মোঃ আনছার আলী
সাং-গোপীনাথপুর দক্ষিনপাড়া, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা, মোঃ সুজন মোল্লা (৩৫), পিতাঃ মোঃ রহিম মোল্লা, সাং-গোপীনাথপুর দক্ষিনপাড়া, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা, মোঃ আঃ বাতেন (২৮), পিতাঃ মৃতঃ কুদ্দুস,সাং-আফতার নগর ছেচানিয়া, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা, মোঃ আঃ
মতিন (৪০), পিতাঃ মৃতঃ আঃ দুলাল, সাং-শেলাচাপড়ী, থানাঃ শাহজাদপুর, জেলাঃ সিরাজগঞ্জ।
মোঃ সানোয়ার হোসেন সানু (২৭), পিতাঃ মোঃ ইউনুস প্রামানিক, সাং-গোপীনাথপুর দক্ষিনপাড়া, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা এবং মোঃ সাব্বির দুখু (২২), পিতাঃ হাফেজ মোল্লা, সাং-গোপীনাথপুর, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা। এ ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত আরো ৩ জনকে ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, সাথিয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে গত ১০ জুলাই রাতে জনৈক ব্যবসায়ী আব্দুস সালামের বাড়িতে ১৪-১৫ জনের ডাকাতদল হানা দেয়। তারা বারান্দার গ্রিল কেটে ভিতের ঢুকে বাড়ির সবাইকে বেঁধে রাখে এবং ধারাল অন্ত্র দিয়ে জখম করে। এরপর ডাকাতদল আলমিরা ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা দায়ের হয়।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে একটি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স এর সহায়তায় ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে ঢাকা, গাজিপুর, মানিকগঞ্জ এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় ৩ দিন ধরে অভিযান পরিচলনা করা হয়। অভিযানে আন্ত: জেলা ডাকাত চক্রের মুল হোতা ও পরিকল্পনাকারী শাকিলসহ ডাকাত চক্রের ৮ সদস্যকে ডাকাতি করা আংিশক মালামালসহ গ্রেফতার করা হয়। ডাকাত দলের কাছ থেকে নগদ ৬৯ হাজার টাকা, ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ৩ টি ককটেল, দরজা ভাংগার একটি স্লাই রেঞ্জ, ডাকাতি কাজে ব্যবহৃত ৫ টি-শার্ট এবং প্যান্ট ও আসামীদের ব্যবহৃত ৮ টি মোবাইল সেট জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনার সাথে জড়িত সব আসামির বিরুদ্ধে ডাকাতি, খুন, দস্যুতা সহ একাধিক মামলা রয়েছে। মূল হোতা শাকিল এর বিরুদ্ধে সাথিয়া থানায় ১২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠান হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
মন্তব্য করুন