রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৪:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ছাত্রলীগ ও  মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। দুপুর দেড়টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ এখনো চলছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার পরও থেকে শুরু হয় থেমে থেমে সংঘর্ষ। এর আগে দুপুর ১টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে, বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণ।

সায়েন্সল্যাব মোড় থেকে জিগাতলা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের সড়কে ছাত্রলীগ অবস্থান করছে। ফলে, সায়েন্সল্যাব মিরপুর রোড ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। নিউমার্কেট ও সিটি কলেজের সামনে আটকা পড়েছেন সাধারণ মানুষ। 

উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেললাইন ব্লক করেছে। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আজ দুপুর ২টার পর শিক্ষার্থীরা মহাখালী রেলগেইটে অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এতে করে ঢাকাগামী ও ঢাকা থেকে সকল ট্রেন আটকা পড়েছে। 
 

মন্তব্য করুন