শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৫:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে পদত্যাগ

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২ টা ১৫ মিনিটের দিকে কাজী ইসহাক তার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

ফেসবুকে তিনি লিখেন,দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভূক্ত হয়ে হাশরের ময়দানে ওঠবে"। এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার, যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞান নিজে পদত্যাগ করলাম। তিনি ফেসবুকের আরেকটি পোস্টে লিখেন,ঘৃনা করলাম সংগঠন ছাত্রলীগকে।

দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভূক্ত হয়ে হাশরের ময়দানে ওঠবে" এ প্রসঙ্গে কাজী ইসহাক বলেন, "আমি একসময় ছাত্রলীগকে খুব পছন্দ করতাম। আমার পরিবার ও কাছের ভাইরা সবাই ছাত্রলীগ করতো। তখন ছাত্রলীগের একটা ভালো সময় ছিল, এবং আমি বিশ্বাস করতাম তারা ভালো কাজ করে, কল্যাণে কাজ করে, দেশের জন্য কাজ করে। কিন্তু গত তিন বছর ধরে তাদের কর্মকান্ড আমার ভালো লাগছে না। আজকের কোটা আন্দোলনের বিষয়টি মানার মত নয়। দেশে প্রশাসন আছে, তারা বিষয়টি দেখবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ সরাসরি ক্ষমতা খাটাতে পারে না। যেহেতু ছাত্রলীগ সংবিধান অনুযায়ী চলছে না, তাই আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি। বঙ্গবন্ধুর সময়ের ছাত্রলীগকে সম্পর্কে পড়েছি, জেনেছি  তাই আমি ভালোবাসতাম, কিন্তু এখনকার ছাত্রলীগ আগের মতো নয়। এজন্য আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"

এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহাসিন মাদবর বলেন,কেউ যদি ছাত্রলীগের  শৃঙ্খলা ভঙ্গ করে তাকে আমরা বহিষ্কার করব। চলমান কোটা আন্দোলন একাত্মতা প্রকাশ করে কাজী ইসহাক

অব্যাহত নেওয়া তার ব্যক্তিগত বিষয়। তার পদত্যাগ তেমন কোন বিষয় না। এটা ছাত্রলীগের উপরে কোন প্রভাব পড়বে না। ছাত্রলীগ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন এ সংগঠনে অনেকে আসে, অনেকে যায়। অনেকে শিক্ষার্থীরা ছাত্রলীগের যোগদান করানোর জন্য অপেক্ষা করছে।

 

মন্তব্য করুন