
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
চলমান কোটা আন্দোলনে রংপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার জেরে বেপরোয়া আচরণ করছেন শিক্ষার্থীরা। এসময় সময় টিভির তিন সাংবাদিকের ওপর হামলা করেন তারা। সেই সাথে ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার পরপরই রংপুরের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় বেরিয়ে আসেন। সব কলেজের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে রওয়ানা হন এবং পথে দোকানপাটে হামলা চালান, গাড়ি ভাঙচুর করেন। এ সময় সময় টিভির তিন সাংবাদিকের ওপরও চড়াও হন তারা। সাংবাদিকদের বেধরক পিটুনি দেন এবং ক্যামেরা ভাঙচুর করেন।
এতে সময় টিভির রংপুরের রিপোর্টার আব্দুর রশিদ জীবন, রিপোর্টার রেদওয়ান হিমেল ও ক্যামেরা পারসন তরিকুল ইসলাম আহত হন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রায় ২০ জন সাংবাদিক আটকা পড়েছেন। তারা বাইরে বের হতে পারছেন না।
নিহত আবু সাঈদের লাশ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ভ্যানে তুলে মর্গে নিয়ে যায়। এঘটনায় পুরো রংপুর নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন