
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইকও জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ একজন মাদক কারবারীকে আটক করা হয়।
এবিষয়ে ভাঙ্গা থানার এসআই (নিঃ) মো. গোলাম কিবরিয়া সাংবাদিক দের জানান, সোমবাব দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
বরিশাল -ঢাকা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে গোল চত্বর মদিনা এন্ড রেস্টুরেন্টের সংলগ্ন সামনে থেকে ইজিবাইকে করে মাদক নিয়ে যাওয়া সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ১২০পিস ফেনসিডিল বোতল সহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যমানের ১২০ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপার ফরিদপুরের প্রত্যক্ষ দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম কিবরিয়া'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে ১ মাদককারবারী সহ ১২০ বোতল ফেনসিডিল আটক করা হয়।
মন্তব্য করুন