
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এঘটনায় শিক্ষার্থী পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে শহরের রেলগেট এলাকায় গেলে পুলিশ দেখে ইট পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এঘটনায় শিক্ষার্থী, পুলিশ আহত হয়েছেন অন্তত ১০ জন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হানান মিয়া বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল। তাদের বুঝানোর পর তারা আন্দোলন করে চলেও গিয়েছিল। হটাৎ বহিরাগতরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মন্তব্য করুন