ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৯:২২ পিএম

অনলাইন সংস্করণ

বিজয়নগরে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সর্বজনীন পেনশন স্কিম’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিয়ে বন্ধকরণ বিষয়ে জনপ্রতিনিধি, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মংগলবার  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিরধা, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন, ওসি (তদন্ত) জামিল খান, বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ভুইয়া  প্রমুখ। 

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক সর্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান বলেন, দেশের সকল শ্রেণীর মানুষের বৃদ্ধকালের নিরাপত্তার জন্য হলেও সার্বজনীন পেনশনের আওতায় আসা অতি জরুরী তাই আমি অনুরোধ করবো উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা সমাজের মানুষের মাঝে সার্বজনীন পেনশন স্কিম কি  এবং কেন করবেন সে বিষয়টি তুলে ধরবেন। 

তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষকদের সচেতন হওয়া খুবই জরুরী এবং সব সময় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করবেন।এবং পুলিশ বিজিবি ও সাধারণ মানুষের সহযোগিতায় মাদক মুক্ত স্মার্ট  বিজয়নগর উপজেলা গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেন।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিরধা বলেন, সার্বজনীন পেনশন বাস্তবয়ানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও  মসজিদের ইমাম সাহেবেরা যদি খুববায় সার্বজনীন পেনশনের জনসচেতনতা তৈরি করে এতে আরো সহজ হবে বলে আমি মনে করি। 

তিনি আরো বলেন বিজয়নগরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে মাদকের স্পর্ট রয়েছে সেগুলো বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি।এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলের সচেতন থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ বিষয়ে নজর রাখলে বাল্যবিবাহ প্রতিরোধ হবে বলে মনে করি।

মন্তব্য করুন