ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৪:৩২ পিএম

অনলাইন সংস্করণ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার  ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পূর্বে শিক্ষক কর্মচারী নিয়োগ কার্যক্রম গ্রহন করেন। এ কারণে গত ৪ জুলাই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা আহবান করেন। উক্ত সভায় কমিটির সকল সদস্যদের নোটিশ না করে শুধুমাত্র প্রধান শিক্ষক তার শুভাকাংখি নোটিশ করেন। ওই সভায় বিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নকর্মী, আয়াসহ ৪টি পদে লোক নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়ে গত ৯ জুলাই স্থানীয় লোকায়ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেন। বিজ্ঞপ্তিতে ১০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে বলা হয়েছে। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল কলেজ) জনবল কাঠামো ও এমপির নীতিমালা-২০২১ এ শিক্ষক কর্মচারী নিয়োগ সংস্ত্রান্ত পরিপত্রে সময়সীমা কমপক্ষে ১৫ দিন দেওয়ার বিধান রয়েছে।

এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রচারের নিয়ম থাকলেও সেটি করা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কি না প্রশ্নের জবাবে ঐ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোছা: কামরুন নাহার বলেন, আমাদের নিজস্ব কোন ওয়েবসাইট নেই! বিজ্ঞপ্তিটি কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেটা আমি জানি না।

এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিমল কুমার রায় বলেন, বিদ্যালয়ে সভা করে রেজুলেশন নিয়ে বিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত হয় । সেখানে বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। আমরা নিয়োগের পক্ষে মতামত দিয়েছি।তবে আবেদনের সময়সীমা কতদিন দিতে হয় তা আমার জানা নেই।সেটা প্রধান শিক্ষক বলতে পারবেন।

এসব ঘটনায় ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ শামসুজ্জামান গত মঙ্গলবার (১৬ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।স্থানীয় সংসদ সদস্যও উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার বলেন, নিয়োগের যাবতীয় নীতিমালা অনুসরণ করেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেজুলেশন ও অন্যান্য বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, সেটি সঠিক নয়।

জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার বলেন, উচ্চ বিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দরখাস্ত আহবানের সময়সীমা কমপক্ষে ১৫ দিন দিতে হয়। জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তির ব্যাপারে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। সেখানে স্থানীয় সংসদ সদস্য বিষয়টি তদন্তের জন্য সুপারিশ করেছেন।

এবিষয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যে কোন নিয়োগের ক্ষেত্রে নীতিমালার মধ্যে আমাদের যে অংশটুকু সেটি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।
উল্লেখ্য, ব্যরিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার মাষ্টার রুহিয়া থানা বিএনপির সহ সভাপতি।তিনি সরকার পরিবর্তের আশায় ওই বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত নিয়োগ কার্যক্রম ঝুলিয়ে রাখেন।এখন চাকুরির মেয়াদ আর কয়েক মাস থাকায় তিনি তড়িঘড়ি নিয়োগ কার্যক্রম গ্রহন করেন।
 

মন্তব্য করুন