রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

অবরোধ

বেনাপোলের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

ছবি, সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছে। এতে সারাদেশের সাথে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। ফলে সড়কের তিন দিকে প্রায় দীর্ঘ ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এখানে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো  অবরোধের বাইরে রয়েছে বলে দাবি করেন তারা।

আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, 'কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ইত্যাদি ।

গতকাল সারাদেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের প্রতিবাদে তারা আজকের আন্দোলনে নেমেছে বলেও জানান।

এদিকে, ঢাকায় চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসলে, তাদের ছত্রভঙ্গ করতে (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকাতে তিনটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ। ঘটনার সময় টিএসসি এলাকা থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন তুলে নিয়ে যায় পুলিশ।

মন্তব্য করুন